ঘন্টাখানেক আগে আমাদের বিচ্ছেদ হয়েছে।
অতএব
আপনারা মানুন
অথবা
নাই-মানুন
'প্রণয়ে চুম্বন ছাড়া কিছুই থাকবে না।'


না, আপনারা আপত্তি করবেন না
নিকোটিন-পোড়া ঠোঁটে এখন যা উচ্চারিত হবে তাই
সংবিধান, তাই কবিতা
তাই স্বঘোষিত সম্রাটের আইনানুগ-ব্যবস্থা,নীতিমালা।


না, আপনারা আপত্তি করবেন না
আমার ক্লিষ্টতা সর্বকালীন কষ্টের অদ্বিতীয় প্রতীক জেনে
পাল্টে যাক বিচ্ছেদপন্থী সংবিধান, তাতে সংশোধন আসুক—
বিচ্ছেদের দীর্ঘমেয়াদি সমাধানের একমাত্র উপায়ান্তরে
অবশ্যই সংযুক্ত হতে হবে নিকা অর্থাৎ সাংসারিক-জীবন।


না, আপনারা আপত্তি করবেন না
অশ্রুভেজা চোখে এখন যা দেখবো তাই হবে উদ্দাম সমুদ্র
অনির্ণেয় অন্ধকার,ভয়াবহ অনির্বাণ আগ্নেয়গিরি
তাই হবে
দীর্ঘকালীন উশৃংখল
দুর্ভিক্ষ, তৃতীয় বিশ্বযুদ্ধের অনুর্বর ভূ-খণ্ড।
সুতরাং আপনারা মেনেই নিন, আদেশ করুন
'প্রণয়ে চুম্বন ছাড়া কিছুই থাকবে না। তাতে
কেবলি থাকবে চুম্বনের মতো অন্তহীন কালান্তর।


সুধীমহল,
'বিচ্ছেদ এবং তার পারিভাষিক শব্দসমষ্টি
চিরন্তন নির্বাসিত'
অতএব
আপনারা কেউই 'না'বোধক সংকেতে
আমাকে দ্বিখণ্ডিত করবেন না
মেনেই নিন—
এই বিপন্ন ব্যর্থ-প্রেমিকের নতজানু রোরুদ্যমান প্রার্থনা।