রাত,অনেক গভীর রাত। বিদঘুটে
ঘন অন্ধকার। বিশাল ভূতূড়ে অরণ্য। তার
মধ্যিখানে আমি— একা।
কিছু বিকট শব্দ।
গলাভাঙা অমানবের ভূতূড়ে অপ্রস্তুত
কিছু অট্টহাসি,আর কখনো প্রগাঢ় চিৎকার। আর্তনাদ।
আমি সভয়ে হাঁটছি। দ্রুতপদে'ই হাঁটছি এবং হাঁটছি
সেকি! পিছনে গলাভাঙা ওই ত্রস্ত শব্দগুলো  
আমি স্পষ্ট শুনতে পেলাম—
'কোথায় যাও? দাঁড়াও। দাঁড়াও। দাঁড়াও।'


গভীর রাত। বিদঘুটে
ঘন অন্ধকার। ভূতূড়ে ঘর। তার
মধ্যিখানে আমি— একা।


অনেকটা উৎকন্ঠিত হয়ে চতুর্দিকে তাকিয়ে বললাম:
ওখানে কে? কে ওখানে? কে? অতঃপর দেখতে পেলাম
সম্মুখে সফেদ চেহারার অপরিচিত দুটো মুখ।
কেনো জানি মনে হলো আমি আর একা নই। একা নই।
২৪.০২.২০২২