থেমে নেই কিছু।
সবকিছু
বহতা মিসিসিপি নদীর মতো প্রবহমান।
সে নিয়মে আমিও তো
চলেছি অনেক
অনেকটা পথ হেঁটেছি কেবল।
দিকভ্রান্ত নাবিকের পালতোলা
নৌকো হয়ে
সমুদ্রে সমুদ্রে ভাসমান
যেনো বেওয়ারিশ লাশ।


কালো মারলিন হয়ে বহুকাল
আমি দিয়েছি সাঁতার
না-জানি কতবার করেছি
তীরে ফেরবার ধনুক-ভাঙা পণ।
বিষধর সাপের মতো
নিয়তির আছে কি নির্মোক?
আছে কি একডাইসিস সিস্টেম?
নতুবা
নিয়তির অভিশপ্ত খোলস
অমসৃণ দেয়ালে ঘষে বেরিয়ে আসতাম।
সুইফট পাখির মতো ছুঁতে যেতাম আকাশের নীল।


জানি, থেমে নেই কিছুই—
সে নিয়মে
আমিও তো চলেছি অনেক।
অনেকটা পথ আমি হেঁটেছি কেবল
তবু আজন্ম স্থবির পড়ে আছি অবিকল প্যাপিরাস।
২৬.০৫.২০২২