পিথাগোরাসের থিওরেম কিংবা পৃথিবী থেকে অতীব
দূরবর্তী কোনো গ্রহ-নক্ষত্রের দূরত্ব নির্ণয় অথবা ঘন্টার
পর ঘন্টা নিরুত্তর; কোনো দুর্বোধ্য সমীকরণে অথচ
যাকে আঁকা হয় নি শেষান্তেও কলমের সুতীক্ষ্ণ নিবে।


কোথাও ছিলো না—
ছিলো না কোত্থাও এমন স্বকীয় অনুধ্যান।
ছিলো না অব্যর্থ কোনো ঐকান্তিক নিটোল প্রবোধ।
না, না,
আবিষ্কৃত কিংবা নবাবিষ্কৃত কোনো থিওরেম নয় আর।
সুষমিত দেবদারু-গাছের মতো এ বিমর্ষ উদাসীন কবির
একমাত্র অনুসন্ধান, অনুধ্যান অথবা স্বকীয় থিওরেম—


‘প্রমাণ করতে হবে: আমি আসলেই কে?’


২৭.০৮.২০২২