কোথা হারালে তুমি— কোথা রয়েছো ঘুমি
কী নিদারুণ শোকে তমোসা দিবালোকে
তুমি ছিলে দুখিদের দুখ-নিবারিত মুকুট
তোমাকে স্মৃতি করে; আজো কাঁদে বালাউট।


(কত) বেগাফেল অন্তরে জ্বালিয়ে ইমানি দীপ
নিয়েছ জায়গা করে কামলিওয়ালা-সমীপ। ২
জানি আছো অতি দূর— খোদ-ইশকে বিভোর
তব রুহানি ফয়েজে ভেঙে যাক হৃদের গুমোট
তোমাকে স্মৃতি করে; আজো কাঁদে বালাউট।


(দ্যাখ) বহমান নদী হয়ে মুরিদের আঁখিজল
ঝরে বিষাদী-বিদেয়ে। শোকার্ত অবনীতল। ২
ওগো প্রিয় রাহবার— মুরশিদে আবরার
তব রুহানি ফয়েজে আলো পাক পীড়িত ঝিকুট
তোমাকে স্মৃতি করে; আজো কাঁদে বালাউট।


মর্সিয়া