হাতের মুঠোয় সযত্নে রেখে
                   প্রস্ফুটিত গোলাপের সুগন্ধি
সমাদরে সংগ্রহ করে নীলাদ্রি হতে
                                  সোনালী বর্ণমালা।


পৃথিবীর দীর্ঘতম সড়কে সড়কে হাঁটার পর,
মাউন্ট এভারেস্টের শীর্ষে দাঁড়িয়ে
                  নির্মাণ করেছি একটি কবিতা।


প্রস্ফুটিত গোলাপের অভিযোগ আমার বিরুদ্ধে
কলম ও কবিতার অভিযোগ আমার বিরুদ্ধে।
নীলাদ্রি হতে প্রতিধ্বনিত হচ্ছে
এটি কবিতা নয়
       সেরেফ পাগলের প্রলাপোক্তি,
বিদ্রোহের নিভৃত বার্তা,
মজলুমের দর্পিত হাতিয়ার।


অরাতি আজ আমার চারপাশে ছদ্মবেশে,
                       লুণ্ঠিত হলো কবিতাখানি।
পুড়ানো হলো কবিতার
             প্রতিটি শহর, প্রতিটি নিভৃত বার্তা
অপ্রকাশিত কবিতার মৃত্যু হলো নির্বিচারে।


অতঃপর
কোনো এক বসন্তকালে
কবিতার সমাধি থেকে,
ফুল হয়ে ফুটে রইলো
               কবিতার নিভৃত বার্তা।