অতীত ভাবলে চোখে জল আসে
চশমা থাকা সত্ত্বেও আমি আবাছা দেখি—
আর কিছুতেই কিছু ভাবতে পারি না।


বর্তমান তো গোপন আত্মহত্যার মতো।
চেপে রাখা কষ্ট বুকে নিয়ে
একদম নীরব-নিঃশব্দে চলে যাওয়া।


আর ভবিষ্যৎ ভাবলে আমি লাশের ভঙ্গিতে
অগোছালো ইটের ঘর,শক্ত-বালিশ
আর ম্লান-বিছানাতে
ছমছমে গোরস্থানভেবে স্নিগ্ধ-মৃত্যুর জন্যে শুতে যাই—
কেবলমাত্র সুদীর্ঘ প্রতীক্ষা আজরাইলের।