তোমাকে দেখি না আমি বহুদিন—
এনিয়ে কতেক বসন্ত পেরোল আহা তুমি ফিরে আসো নি তো।


দ্যাখো, সমুদয় নীলচে পাহাড় পেরিয়ে
বাসন্তী পাখির সুমধুর গান
অথবা গোলাপের মতন কিছু সুচারু পঙক্তি
আমাদের ভাঙা-দোরগোড়ায় বহুবার আসে।
অথচ শতেক অমাবস্যা পেরোল আহা তুমি ফিরে আসো নি তো।


দ্যাখো, রোদেলা নাইটিংগেলের কচি ঠোঁটে
অমিয় ভালোবাসা। দিনান্তে সেখানেও সমস্ত অভিমান
মুছে ফেলে প্রেমিকা নাইটিংগেল
তৃষ্ণার্ত চাতকীর মতো গোধূলিলগ্নে ফিরে আসে।
অথচ নীল অভিমানে দিন পেরোল আহা তুমি ফিরে আসো নি তো।


দ্যাখো, দ্যাখো, আমাদের দিকে বারবার ফিরে আসে
অর্ফিয়ুসের বিমূঢ় বাঁশি। অথচ


তোমাকে দেখি না আমি বহুদিন— বহুদিন— বহুদিন
এনিয়ে কতেক বসন্ত পেরোল আহা তুমি ফিরে আসো নি তো।