তোমার দিদারের আকিঞ্চনে বৃষ্টির ফোঁটার মতন
দিব্যলোক থেকে নেমে আসে স্বর্গীয় দূত।


মূহুর্তে তপ্ত মরুভূমি পরিণত হয় মরূদ্যানে
আদ্যোপান্ত জীবনের ব্যর্থতা
            অনায়াসে সৃষ্টি করে প্রদীপ্ত ইতিহাস,
মুমূর্ষু লতাকুঞ্জ নিমেষেই রূপ নেয় মহাদ্রুমে।


জীবন থেকে চিরতরে বিদায় নেয় হতশ্রী বিকেল
পরাভূত শব্দটি অনাদৃত,
                  অপদস্ত হয়ে খসে পড়ে জীবন থেকে।


তোমার দর্শনে বেহিসাব পামোরও
পেয়ে যায় মুক্তির প্রতিশ্রুতি
ধরিত্রী ও আখেরাতে।
দ্রঢ়িষ্ঠ অভিগম নিমিষেই হয়ে ওঠে অকপট্য,
অভয়ারণ্যে রাহাগির পৌঁছে যায় গন্তব্যে।


শুধু তোমার জন্যে
         জাহান্নামে প্রবিষ্টা দুরাচারও
                    হাসিমুখে জান্নাতে করে প্রস্থান।