আমরা যাকে আপন করি জীবনপথে
অথবা অতি আপন ভেবে নিই;
সে আসলেই এতোটা আপন হয়না কখনো।


আমরা যার জন্য রাতের পর রাত কান্না করি
চোখের জলে বুকটা ভাসাই;
সারাজীবন দুঃখের স্রোতে ডুবতে থাকি অথৈজলে,
সে কিন্তু মহানন্দে সুখ সাগরে সাঁতার কাটে;
রাত-বিরাতে।


আমরা যার কারণে নিজেকে সদা ব্যস্ত রাখি
যার বিরহে করি বিশাল আপন-ক্ষতি
অথচ তার হৃদয়ে নেই মমতা একটুখানি
তার জীবনেও তুমিটাকে নেই প্রয়োজন
এই কথাটি জীবনপথে ভুলেই থাকি।


এই জীবনে-
যার বিরহে একা একা খুব পুড়েছি
পুড়তে পুড়তে একটা-সময় ছাই হয়েছি  
অথচ তার চোখেতে, আমার জন্য নেই কোনো জল
অবশেষে বুঝতে পারি,
এই জীবনে ভালোবাসা সেরেফ বিফল।