কোটি প্রাণীর রক্তে ভেসে যায় ধরণী;
বাতাসে আল্লাহু আকবর ধ্বনি।
নিভৃতে কাঁদে আল্লাহর মহত্বের বাণী;
ভক্ত শোনে না আল্লাহর হাতছানি।
রক্তমাংস চায় না বিধাতা;
কোরবানির মাধ্যমে দিতে চায় বারতা।
বিধাতা চান মিলনের গানে ভরুক ধরা;
মুছে যাক মন মাঝে আছে যত জ্বরা।
মনের পশুত্বের হোক অবসান;
বিধাতার নির্দেশনা এটাই কোরবান।
মনের পশুত্ব যদি না নেয় বিদায়;
কোরবানির মাহাত্ম্য জীবনে কোথায়?
ঈদ আসে ঈদ যায় ভাসে রক্তের বন্যায়;
বিদায় নেয় কি সমাজের অন্যায়?
অটুট হয় না বন্ধন পরিবর্তন হয় না মন;
যেমন ছিল পৃথিবী রয়ে যায় তেমন।
তবে কেন এ রক্তের হোলি খেলা?
নিরহ পশুর জীবন নিয়ে চরম অবহেলা!
বিধাতার পরীক্ষা ছিল ইব্রাহিমের মন;
চায়নি আল্লাহ ইসমাঈলের জীবন।
উত্তীর্ণ ইব্রাহিম মানসিক পরীক্ষায়;
মাংস নয় বিধাতা মনের পরীক্ষা চায়।
এ পরীক্ষায় যে করবে পাশ;
তারই অন্তর মাঝে বিধাতা করেন বাস।
তারিখ ০৯-০৬-২০২৫ ইং;