মোঃ খবির উদ্দিন


আজকাল তেমন কোন কাজ নেই;
তাইতো, নিয়মিত প্রাতঃভ্রমনে যাই।
ইচ্ছা থাকে, সবার আগে দেব পারি;
কিন্তু হায়, পা দু'টি যে বেজায় ভারী।


ছেলেরা সবাই, আমায় যায় ছেড়ে;
জোয়ানরা তো, আরো এক ধাপ বেড়ে।
আরে বুড়িরাও যাচ্ছে; বাজিয়ে বাঁশি।
হঠাৎ মনে পরে; বয়স আমার আশি।


নাতি-নাতনী পড়ে, ইংলিশ মিডিয়াম;
লেখাপড়া আর কার্টুন দেখাই, কাম।
রূপকথার গল্প, শোনাতে যদি চাই;
বলে উঠে, পড়তে হবে, 'বাই বাই'।


কার্টুন, ভুতের গল্প, ইউ-টিউবে আছে;
তবে কেন বসবে তারা, আমার পাশে?
নেই কম্পিউটার জ্ঞান, তাই আমি বাসি;
হঠাৎ মনে পরে; বয়স আমার আশি।


ছেলেতো আমার, মস্তবড় অফিসার;
দিনে রাতে চলতে থাকে, মিটিং তার।
সময় নাই কথা বলার, আমার সাথে;
কালেভদ্রে তার সাথে, দেখা হয় রাতে।


আমার বউমা, সেও তো ঘরে রয়না;
অফিস-মিটিং করেই, সময় পায়না।
সবার কাছে, এখন আমি একটু বেশী;
হঠাৎ মনে পরে; বয়স আমার আশি।


আমার হৃদয়েশ্বরী, সেতো হৃদয়ের রানী;
অমৃতের সমান, তার কন্ঠনিঃসৃত বাণী।
সারাদিন সে হৃদয় নিয়ে, করে টানাটানি;
হার মানি আমি, তার কাছেই হার মানি।


এনগেজমেন্টে তারে দিলাম, রিং একটা;
বিনিময়ে মোর হৃদয়ে, দিল মাত্র তিনটা।
অদোর আপ্যায়নে তার, সারাদিন কাশি
হঠাৎ মনে পরে; বয়স আমার মাত্র আশি।
                    তারিখঃ ০১-১০-২০২২ ইং
              ---------০০০---------