বঙ্গবন্ধু কোনদিনই করেননি আপসের রাজনীতি;
           তাই ক্ষমতাসীনদের মাঝে থাকত ভীতি।
           তিনি বেঁচে ছিলেন সাকুল্যে পঞ্চান্ন বছর;
          তার মধ্যে প্রায় তের বছর জেলের ভেতর।
                 বঙ্গবন্ধুর দৃঢ়চেতা মানসিকতা;
           বাঙ্গালীদের মাঝে সৃষ্টি করেছিল একতা।
             পাকিস্তানিরা ভয়ে হয়ে পড়ে অস্থির;
       বঙ্গবন্ধুকে জেলে পাঠিয়ে থাকতে চায় সুস্থির।
         মিথ্যা মামলা দিয়ে করতে চায় হয়রান;
         তবুও অটল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


       পাকিস্তানিদের বৈষম্য আর অন্যায়-অবিচার;
               বঙ্গবন্ধু গর্জে উঠেছেন বারবার।
        বাঙালির ম্যাগনাকার্টা ছয় দফা, এগার দফা;
      গণঅভ্যুত্থানে সাময়িক জান্তা আয়ুবের হয় রফা।
           আরেক জান্তা ইয়াহিয়ার আগমন;
          বঙ্গবন্ধু নিয়েছিলেন ধনুক ভাঙ্গা পণ।
      টেকনাফ থেকে তেতুলিয়া, ছুটেছেন নিশিদিন;
          জাগিয়েছেন বাঙালি মনে আশার বিন।
      পেয়েছিল বাঙালি তার উদ্যত কণ্ঠের আহ্বান;
        সালাম হে বঙ্গবন্ধু! শেখ মুজিবুর রহমান।


        নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়;
           পাকিস্তানিদের মনে সৃষ্টি করে ভয়।
                  তারা হয়ে পরে উদ্ভ্রান্ত;
         শুরু করে ষড়যন্ত্র, না ভেবে আদি অন্ত।
                ব্যর্থ হয় সকল আলোচনা;
       সাতই মার্চ, বঙ্গবন্ধু বজ্রকন্ঠে দিলেন ঘোষণা।
       ‘এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম;
          এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম’।
                  ভাষণে উজ্জীবিত জনতা;
    আকাশে বাতাসে প্রতিধ্বনি তোলে, বঙ্গবন্ধুর কথা।
                            (চলবে)