.          এরপর চলে দেশে, সামরিক শাসন;
           দেশ হারাতে থাকে, মর্যাদার আসন।
     ইনডেমনিটির মাধ্যমে, বিচারের পথ করা হয় বন্ধ;
        ভাবে, দেশ থেকে মুছে যাবে বঙ্গবন্ধুর গন্ধ।
        মূর্খরা জানেনা, বঙ্গবন্ধু আছে বাঙালির মনে;
          নিভৃতে তারা কথা বলে, বঙ্গবন্ধুর সনে।
       মুজিব সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির আদর্শ;
              এই আদর্শ বেঁচে থাকবে লক্ষ বর্ষ।
               বঙ্গবন্ধু রূপকথার ফিনিক্স পাখি;
         ছাই ভস্ম থেকে বেরিয়ে এসে, খোলে আঁখি।


        মৃত্যুর পর বিশ বছর ধরে চেষ্টা চলে বারবার;
                 বঙ্গবন্ধুর আদর্শ ঢেকে দেবার।
                মূর্খের দল করে চলে নানা ছল;
         সূর্যের আগুন নিভে দিতে চায়, ঢেলে জল?
              সময়ের চাকা গড়িয়ে চলছে যত;
         উজ্জ্বল হয়ে উঠছে ফুটে, বঙ্গবন্ধুর ছবি তত।
          মুক্তিযুদ্ধেই পাকিস্তানের নয় শুধু পরাজয়;
      অর্থনীতি, রাজনীতিতেও ছিনিয়েছি মোরা বিজয়।
         একাত্তরে বঙ্গবন্ধু জ্বেলে ছিলেন যে মশাল;
           কালের পরিক্রমায় এখন তা বিশাল।


       বঙ্গবন্ধুর শাহাদাতে, আদর্শের হয়েছে হস্তান্তর;
            পিতার আদর্শের ভার কন্যার উপর।
            সাথে আছে আঠার কোটি অনুসারী;
     দিনে দিনে আদর্শ বাস্তবায়নের পাল্লা হচ্ছে ভারী।
            বাংলাদেশ এখন ইমার্জিং টাইগার;
          বিশ্ব মানচিত্রে দেশের সম্ভাবনা অপার।
         ক্ষুধা মুক্ত বাংলাদেশের স্বপ্ন নহে অধরা;
      দেশ থেকে মুছে যাচ্ছে নানা ব্যাধি, নানা জ্বরা।
                 বলছে সবাই বেশ বেশ।
        জাগ্রত আজ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।


       একজন মহান নেতা নহে ব্যক্তি, তিনি আদর্শ;
          যুগে যুগে বাস্তবায়ন হয়, তারই পরামর্শ।
                     তিনি বেঁচে থাকেন,
                  তার অনুসারীদের মাঝে;
          বেঁচে থাকেন তার সৃষ্টিতে, তার কাজে।
             নশ্বর দেহের হয়ে যায় অবসান;
        সহস্রাব্দ ধরে  চলে তার আদর্শের জয়গান।
              মুজিব তেমনি এক আদর্শের নাম;
          দেশে নয় দুনিয়ার জোড়া পাচ্ছে ইনাম।
          ধরা মাঝে যতদিন বায়ু রবে প্রবাহমান;
     নিঃশ্বাসে রবে তুমি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
                  তারিখ: ১৭-০৩-২০২৩ ইং
                           (শেষ পর্ব)