আত্ম বলে বলিয়ান মানুষ, সম্মুখ পাণে যায়;
পথে যত বাঁধা আসুক, ভয়ে কাতর নাহি হয়।
সব বাঁধা ডিংগিয়ে তারা, সত্যকে করে জয়।
এভাবে যুগে যুগে মানুষ, নিজ লক্ষ্যে পৌঁছায়।


আত্ম বলে বলিয়ান হয়েই, তেনজিং-হিলারি;
এভারেস্ট করেছিল জয়, সব বাঁধা দিয়ে পারি।
সাথী নাবিকদের বিদ্রোহ, উপেক্ষা করে কলম্বাস;
পৌঁছাতে সক্ষম হয়েছিল, আমেরিকা মহাদেশ।


আত্ম বলের সাফল্য যদি তোমরা, দেখতে চাও;
তারিক আর বখতিয়ার খিলজির কাছে যাও।
এই দুই বীর যোদ্ধা, ইতিহাসে হয়ে আছেন অমর;
ছিনিয়েছিল বিজয়, যদিও হয়েছিল অসম সমর।


মাত্র সতের জন, অশ্বারোহী সেনা নিয়ে সাথ;
বিন বখতিয়ার খিলজি, বাংলা করেছিল মাত।
স্পেন বিজয়ে, তারিকের স্বল্প সেনা, থরথর ভয়;
জাহাজ জ্বলিয়ে বাড়াল সাহস, ছিনিয়ে নিল জয়।


ভীরু, দূর্বল যারা, জীবন তাদের করেনা ক্ষমা;
জীবনের পদে পদে, ব্যর্থতা হয় তাদের জমা।
ভূত বলে আসলেই কিছুই নাই, এ দুনিয়ায়;
কিন্তু ভীরুরা ভূতের ভয়ে, অনেকেই মারা যায়।


এভাবে ভীরুরা মৃত্যুর পূর্বে, বহু বার মারা যায়;
আত্ম বলে বলিয়ানরা, মৃত্যুরে নাহি ভয় পায়।
তারা মৃত্যুরে বারে বারে, চ্যালেঞ্জ ছুড়ে মারে;
মৃত্যুর সময় হলেই, তারা মারা যায়, একেবারে।


তরুণদের প্রতি জানাই আহ্বান, ছুড়ে ফেল ভয়;
আত্ম বলে হও এবার বলিয়ান, করতে হয়ে জয়।
ডাকে তোমায় ভবিষ্যত্‍, সম্মুখ পাণে এগিয়ে যাও;
নিজের সাফল্য, দেশের উন্নতিতে মনোযোগী হও।
              তারিখঃ ০৬-১১-২০২২ ইং;