দত্ত বাড়িতে উঠছে বেড়ে,
     নাদুসনুদুস একটা মুরগি ছানা;
সোনার বরন মুখটি তার,
               দীঘল গড়ন দেহ খানা।


তাই দেখিয়ে সকাল বিকাল
          চার শেয়ালের আনাগোনা;
বড় শেয়াল পদ্য লেখে;
              মেঝ শেয়াল গায় গানা।


সেজ শেয়াল বাদ্য বাজায়,
         ছোট শেয়াল নাচে ধেইধেই;
তাই দেখিয়ে আপন মনে,
              মুচকি হাসে, দত্ত মশাই।
       তারিখঃ ২৯-১১-২০২২ ইং