মানব জীবন, অতিব মূল্যবান,
            হিন্দু মতে, তা' শত জন্মের সাধনার ধন;
মানুষ, বিধাতার সৃষ্টির সেরা জীব,
                মেনে চলে এ কথা, সকল মুসলমান।


সবার উপর, মানুষই শ্রেষ্ঠ জীব,
                    এটাই সকল ধর্ম, দিয়েছে বিধান;
তাই মানব জীবন, তুলনা বিহীন,
              এ জীবনের দরকার, সঠিক মূল্যমান।


মানব জীবন, অতি স্বল্প সময়,
                   প্রথম ত্রিশ বছর, শিখতে হয় পার;
পরের ত্রিশ বছর, মাত্র করে কাজ,
                       এর পর যা থাকে, তা অবসর।


জীবনের প্রথম ত্রিশটা বছর,
                     নিজেকে তৈরী কর, যুগের মতন;
এটাই তো, তোমার জীবনের ভীত,
                   এর উপরইতো জীবন, হবে নির্মাণ।


এটাতে যদি হয়ে যায়, কোন ভুল,
                পরবর্তী জীবন হয়ে যাবে, গণ্ডগোল;
সারা জীবন ধরে, দিতে হবে মাশুল,
               শত চেষ্টা করেও, পাবেনা আর উসুল।


কাজের জীবন, ত্রিশ থেকে ষাট,
                প্রতিটা মুহূর্তই, এখানে মহা মূল্যবান;
নষ্ট করার সময়, এতটুকু নেই,
              একটু পিছলে গেলেই, বিফল  জীবন।

এ সময়ে কাজ, বিয়ে আর সন্তান,
                   এক সাথে, করতে হবে সমাধান;
আর্থিক জীবনে, আনতে হবে স্বচ্ছন্দ,
                     নিজ কর্মে, হতে হবে মহীয়ান।


জীবনের থাকতে হবে, সঠিক লক্ষ্য,
             লক্ষ্য নিয়ে, সামনে চলার নামেই জীবন;
মানুষ তো একটা, সামাজিক জীব,
                তাই লভিতে হবে, সামাজিক আসন।


নিজ অবস্থানই, নহে শুধু কাম্য,
                সন্তানরেও দিতে হবে, যোগ্য আসন;
তবেইতো সার্থক হবে, মানব জন্ম,
                    শুধিতে হবে, মোর জন্মের ঋণ।


প্রকৃতির নিয়মেই, মানুষ হবে বৃদ্ধ,
                   তখন তো কর্মসম্পাদন, হবে বন্ধ;
পিঁপড়াও শীতের তরে, সঞ্চয় করে,
                  শ্রেষ্ঠ জীব মানুষ, কেন হবে অন্ধ?


বৃদ্ধ কালের তরে, করতে হবে জমা,
                  না করলে, নিয়তি করবে না ক্ষমা;
এ কথা রাখতে হবে, স্মরণে সবার,
                     করতে হবে, পরিমাণ মত জমা।


ঘুম, খাওয়া, মরে যাওয়া, নহে জীবন,
            অর্থহীন বহুদিন বাঁচে থাকা, নাহি চাই;
এ ধরা মাঝে, সেই জীবন আমি চাই,                      
               আমার চির বিদয়ে কাঁদিবে সবাই।


মানুষের গর্ভে জন্ম, নহে সে পরিচয়,
           দেখতে চাই, কতটুকু লভিনু মানব গুণ;
মানুষের পরিচয়, তার কর্মের মাঝে,
           কর্মগুণেই সার্থকতা পায়, মানব জীবন।
              
          তারিখঃ ২৫-১০-২০২২ ইং;
               --------০০০--------