ছোট্ট সোনার নামটা সানাহ্;
খাবার দেখলে বলে না-নাহ্।
ঘুম থেকে উঠে, এগারটায়;
সারাদিন শুধু কার্টুন চায়।


হিসাব নাই তার খেলনার;
করে না যত্ন সে কোনটার।
মাথায় তার মস্ত বড় চুল;
শ্যাম্পু দেখলে করে হুলস্থুল।


খাবার নিয়ে মা সারা দিন;
পিছে পিছে ঘোরে হয়রান।
মুখে খাবার নিয়ে থাকে চুপ;
তা দেখে মা রেগে যায় খুব।


পড়ালেখা সে ভালই পারে;
তবে যায়না টেবিলের ধারে।
ছড়া বলতে পারে খুব ভাল;
চার বছরে ছড়াচ্ছে আলো।
তারিখঃ ০৯-১১-২০২২ ইং;