মোঃ খবির উদ্দিন


বয়স যাদের ষাটোর্দ্ধ, তাদের থাকার কথা স্মরণ;
    মেয়েদের ঘরের বাইরে যাওয়া ছিল বারণ।
               স্কুল আর ভিতর বাড়ি;
     এ টুকুতেই ছিল তাদের, যতটা খবরদারি।
             প্রেম ছিল বড়ই দূরহ ব্যাপার;
          চিঠিই ভরসা, মনের কথা জানাবার।
      পাশাপাশি বসে খুলবে তারা, মনের খাতা!
    অভিভাবক দেখে ফেললে, ফাঁটিয়ে দিত মাথা।


    তখন চিঠি আদান প্রদানই ছিল মহামূল্যবান;
         চিঠির তরে মন ছিল, বড়ই উচাটান।
            চিঠি প্রদান ছিল বড়ই গোপন;
   রীতিমত ঘুষ নিত কাজের বুয়া, ছোট ভাইবোন।
            সারাটা রাত জেগে চিঠি লেখা।
       কলমের কালীতে হৃদয়ের ভাষা আঁকা।
      নীল খামে গোলাপ পাঁপড়ি ভরা অনুভূতি ;
   নানা কথামালায় ফুটে থাকত, হৃদয়ের আকুতি।


  এ চিঠি একবার পড়ে, কখনই হতনা পড়া শেষ;
     লুকিয়ে লুকিয়ে পড়ে বহু বার, যায়না রেশ।
         গোপণ বাক্সে রাখে পুরে, স্বযতনে;
এভাবে প্রেম ধীরে ধীরে বাঁধে দানা, দু'জনার মনে।
             বর্তমান প্রেম ভাঙ্গে প্রতিদিন;
        বিয়ে হলেও নিশ্চয়তা মিলেনা চিরদিন।
      সেকালের প্রেমের গাঁথুনি ছিল বড়ই শক্ত;
   নাতি নাতনী বড় হয়, তবুও হয়না কভু বিভক্ত।
            তারিখঃ ১৯-০১-২০২৩ ইং;