অনন্তকাল থেকে, তোমারি জন্য, রয়েছি বসে;
তোমার শরীরের গন্ধ শুঁকে যাচ্ছি, দখিনা বাতাসে।
           তুমি আছ বহুদূর, সিন্ধু পারে।
         দূর থেকে ইশারায় ডাকছ মোরে।
   দখিনা বাতাস সে কথা যাচ্ছে বলে, বারে বারে।
  তব নিশ্বাসের উষ্ণ শব্দ শুনি আমি, গাঢ় আঁধারে।
                  লজ্জা আর সঙ্খায়,
         কথাটি  এতকাল হয়নি বলা, তোমায়।


   আদম যেমন হাওয়ার জন্য করত সদা উসখুস;
   তেমনি তোমার তরে, এ মন সদা থাকে বেহুঁশ।
              সহস্র শতাব্দী হলো পার;
              পেলাম না দেখা তোমার।
  জানিনা আর কতকাল, করতে হবে তোমার জন্য,
   অপেক্ষা আমার, কবে করবে তুমি আমায় ধন্য?
              চাঁদ যেমন সাগরকে টানে,
      তেমনি করে তুমি পরেছ বাঁধা, আমার মনে।


         আমি রোমিও, তুমি আমার জুলিয়েট,
তোমারি কাছে আমার উঁচু শির, সদায় থাকে হেট।
               আমি ফরহাদ, তুমি শিরি
            তোমার জন্য সব করতে পারি।
   তুমি লাইলী, আমি মজনু, তুমি সর্ব গুণে অনন্যা;
     তোমারি জন্যই আমি আজ, হয়েছি দিওয়ানা।
                আমার মমতাজ তুমি;
  তোমার জন্য লক্ষ তাজমহল, বানাতে পারি আমি।


      এতকাল যে কথা তোমায়, পারিনি বলিতে;
   হাজার বছর, যা' খাচ্ছে ঘুরপাক, মনের গলিতে;
                সে কথা তোমার হৃদয়ে
              আজিকা সযত্নে দিব লেখিয়ে।
হে মোর হৃদয়ের রানী, আমি চিনি, তোমায় চিনি;
  হাজার বছর ধরে, আমি তোমায় জানি গো জানি।
             হে মোর দূরবাসিনী, রূপসী;
আমি তোমায় ভালোবাসি, ভালবাসি, ভালোবাসি।
            তারিখঃ ১৫-১১-২০২২ ইং;