নিদ্রায় জাগরণে, আমি সদাই, স্বপ্ন দেখি,
আর মনে মনে, নানান রঙিন ছবি আঁকি।
স্বপ্ন দেখি, বাংলদেশটা হবে, দারিদ্র্য মুক্ত;
এদেশে ঝরবেনা, আর কোন মানুষের রক্ত।


আমি স্বপ্ন দেখি, মানুষ পাবে ন্যায় বিচার;
সব শিশুই পাবে, শিক্ষার সমান অধিকার।
ধনী দরিদ্রদের মাঝে থাকবেনা, ভেদাভেদ;
বৃদ্ধ-বৃদ্ধারা, পরিবারের কাছে হবেনা আপদ।


আমি স্বপ্ন দেখি, সরকারি অফিসে, নেই ঘুষ;
সমাজের অন্যায়-অবিচারে, কাঁদেনা মানুষ।
হেঁটে চলছে নারীরা, রাস্তায় আঁধার রাতে;
নির্দ্বিধায় সম্পূর্ণ একা, নেই কেউ তার সাথে।


আমি স্বপ্ন দেখি, ঢাকা শহরে নেই যানজট;
কার্বন আর সীসামুক্ত রয়েছে, সব রাস্তাঘাট।
সরকারি হাসপাতালের ডাক্তার নার্সগণ;
রোগীদের আপন ভেবে, করছেন সেবাদান।

আমি স্বপ্ন দেখি, পুলিশ এখন বন্ধু, জনতার;
দেশে অপরাধ-অপরাধী, কোনটাই নেই আর।
পাবেনা খুঁজে তুমি, শহর আর গ্রামের ব্যবধান;
মানুষ মানুষের জন্যই প্রস্তুত, বিলাতে জীবন।


আমি স্বপ্ন দেখি, এ দেশটা বেকার মুক্ত;
প্রতিটা মানুষই, নিজ নিজ কাজে নিযুক্ত।
আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যের কর্মীদল,
কাজের খোঁজে প্রতিদিন, করেছে গোল।


আমি স্বপ্ন দেখি, চাঁদ, মঙ্গল সবটা ছেড়ে;
বাংলদেশের রকেট চলে, বৃহস্পতির ঘরে।
এ দেশটা, জ্ঞান বিজ্ঞানের সূতিকাগার;
সবাই নিয়মিত নিচ্ছে তাই, এদেশের খবর।

সিংগাপুর, মালয়েশিয়া, যদি করতে পারে;
আমরা কেন তবে পিছিয়ে রব, এত দুরে?
হয়ত আমাদের প্রজন্ম পারবেনা, পুরোটা;
আমি নিশ্চিত, পরের প্রজন্ম পারবেই এটা।
          তারিখঃ ৩-১১-২০২২ ইং;
                --------০০-------