পত্রিকার পাতা খুললেই, চোখে পরে;
সড়ক দূর্ঘটনায়, প্রতিদিনই মানুষ মরে।
সেপ্টেম্বর মাসে, চার 'শ ছিয়াত্তর জন
মরেছে, আহত সাত 'শ চুরানব্বিই প্রাণ।


প্রতিদিন গড়ে, ষোলটি জীবনের বলী;
মানুষ হয়ে কেমনে তাহা, যাব ভুলি।
প্রতিটা মৃত্যুই, আপনজনরে কাঁদায়;
প্রিয়জন হারিয়ে, তারা করে হায় হায়।


যে করে আয়, মৃত্যু যদি তার হয়,
পরিবারের তখন, কি হয় উপায়?
স্বামী হারা স্ত্রীর মাথায়, পরে বাজ;
সংসার চলবে কেমনে, কে দিবে কাজ?


কেমনে হবে, সন্তানের লালন পালন?
ধৈর্য্য ধরে কি, বৃদ্ধ পিতা মাতার মন?
আকরাম চাকরী করত, প্রাইভেট ফার্মে;
মোটা বেতন দিত কোম্পানি , তার কর্মে।


পিতামাতা, স্ত্রী-সন্তান নিয়ে ছিল, সংসার;
ভালই কাটত জীবন, ছিলনা কোন ধার।
ক'দিন আগে মেয়েকে স্কুলে দিতে যান;
যাবার পথে, তার স্কুটারে ধাক্কা দেয়, ভ্যান।


স্পটেই মারা যান, ভাগ্যক্রমে বাঁচে মেয়েটা;
অথৈ সাগরে যায় পরে, গোছানো পরিবারটা।
কোত্থেকে আসবে খরচ, ইংরেজী স্কুলের?
কিভাবে চলবে সংসার, কে দিবে প্রতিকার?


উপায় নাহি আর, গ্রামেই তাই, ফিরতে হলো;
তার সাথে মেয়েটার ভবিষ্যৎ, নিভিয়ে গেল।
স্ত্রীর সোনালী স্বপ্নের, যবনিকা টেনে দেয়;
পিতামাতার নয়নের আলো, নেয় বিদায়।


এমনি হাজার দূর্ঘটনা, ঘটে চলছে সদাই;
এর একটিরও, কোন প্রতিকার, নাহি পাই।
দিনে দিনে বাড়ছে, দূঃখের বোঝা, আর নয়;
জনতা উঠেছে জেগে, তারা খুনের হিসাব চায়।
    তারিখঃ ২৯-১০-২০২২ ইং;
        ----------০০০-----------