ঘরে আছে একটা দেয়াল ঘড়ি,
সারাদিন করে শুধু বাড়াবাড়ি।
সুখে থাকলে, চলে তাড়াতাড়ি;
দুঃখে থাকলে, চলন বেজায় ভারী।


কর্তা-গিন্নী যখন বাইরে যাবে বলে,
ঘড়ি তখন আরো তাড়াতাড়ি চলে।
কর্তা বলে, কইগো! হলো নাকি সাজ?
দেরী হলে, হবে না গিয়ে কোন কাজ।


গিন্নী ভাবে, একটু করব সাজগোজ,
তবেইতো মনের সুখে, দিব গিয়ে পোজ।
ঘড়ি বেটা বেজায় বদ, চলে তাড়াতাড়ি;
গোঁয়ার বেটার মাথায় দিব এবার বাড়ি।
        তারিখঃ ৩১-০৮-২০২২ ইং