আলো ঝলমল, সারা বাড়ি খানা;
অভ্যাগতদের চলছে, খানাপিনা।
যুবক যুবতির, রঙ্গীন সাজগোজ;
বাড়িতে বইছে, বিয়ের আমেজ।


বরবধুর জন্য সাজানো বাসর;
মনে হচ্ছে স্বপ্নের এক আসর।
ফুলে ফুলে ভরা সারা ঘরখানা;
গোলাপ পাপড়ি ছড়ানো বিছানা।


স্বামীর অপেক্ষায় দুরুদুরু মনে,
বিছানায় বসে বধূ, সুখ স্বপ্ন বুনে।
পঁচিশটি বসন্ত করল সে পার;
কল্পনা তার, পাবে পূর্ণতা এবার।


অভিজাত পরিবারের সুশ্রী বর;
খুশিতে উঠবে ভরে, জীবন এবার।
ভাবিয়ে, লাজে রাঙ্গা বধূর অধর;
কিন্তু হায়, সে কেন আসেনা ঘর?


ঘড়ির কাঁটায় সময় গড়িয়ে যায়;
বধূর মন সঙ্খায়, করে হায় হায়।
না জানি, কি বিপদ হলো তার?
ভাবে, কপাল কি পুড়িল এবার?


হেনকালে রাত তিনটার পর,
সশব্দে দরজা খুলে, এল বর।
নেশায় ঢুলঢুল তার দু'টি চোখ;
পাঞ্জাবিতে লিপস্টিক দাগ;


অবস্থা দেখে বধূ, হতবাক বিষ্ময়ে।
বাকরুদ্ধ হয়ে, ভাবিতে থাকে ভয়ে।
কী তার ভবিষ্যৎ, কী করবে এখন?
কেমনে কাটবে আগামী জীবন?


হঠাৎ বর, বধূর উপর আছাড়ি পরে;
সর্বশক্তিতে বধূ তারে রুখিতে না'রে।
লম্পটের মত সবকিছু, লুটে নিল।
জীবনে প্রথম বার, সে ধর্ষিত হল।


হায়রে কপাল, কে করবে বিধান?
সযত্নে রক্ষিত, ২৫ বছরের যৌবন।
এ অর্ঘ্য, সাজিয়ে যারে করবে দান;
বাসার রাতে সেই করিল, তারে ধর্ষণ।
        তারিখঃ ১৪-১১-২০২২ ইং;