ঝাড়ুদান, মনুষ্য জাতির, অতিব দরকারি কাজ;
       ঝাড়ু ছাড়া হবেনা, ঘরের কোন সাজ।
না দিলে ঝাড়ু, ধূলি-বালি, ময়লা আর আবর্জনা;  
ঢেকে দিবে ঘরবাড়ি, রাস্তা, কিছুই যাবেনা চেনা।
       তাইতো ঝাড়ু নিয়ে, এত শোরগোল;
       ঝাড়ুছাড়া মনুষ্য জীবন, হয় বিফল।
  ঝাড়ুর জন্যই পাই বিশুদ্ধ বাতাস, বাঁচাই জীবন;
এস এস সুধীজন, সবেমিলে করি ঝাড়ুর জয়গান।


   ঘরবাড়ি আর রাস্তার ময়লা, সাফ করবে ঝাড়ু;
          সমাজের কি হবে উপায়, গুরু?
সমাজের রন্ধ্রে রন্ধ্রে জমেছে বহু অনিয়ম, অন্যায়;
তাড়াতে না পারলে অন্যায়ের কাছে হবে পরাজয়।
            মাস্তান, ঘুষখোর, দখলদার;
       ড্রাগ মাফিয়ার চলছে জয়জয়কার।
ঝেটিয়ে তাদের সমাজ থেকে করতে হবে বিদায়;
নইলে এ সমাজে, ভাল মানুষের, থাকা হবে দায়।


  আসুন তাই, সবাই মিলে একটা সমিতি বানাই;
       'সমাজ ঝাড়ু সমিতি' নাম তার দেই।
এ সমিতির সদস্য হবে, সমাজ সচেতন সব মানুষ;
শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ দেশের পুলিশ।
         সমিতির থাকবে স্লোগান একটা;
         এবার ধরব অপরাধের ঘাড়টা।
  এ সমিতির কাজ হবে, অপরাধী খুঁজে খুঁজে ধরা;
  আর তাদের ঝাড়ু মেরে, সমাজ থেকে বের করা।


         এস সবাই, একসাথে কণ্ঠ মেলাও;
         সমাজ ঝাড়ু সমিতি- দীর্ঘজীবী হও।
             তারিখঃ ১৭-১১-২০২২ ইং;