মানব সন্তান, মাটির পৃথিবীতে বিধাতার শ্রেষ্ঠ দান;
ভ্রূণ থেকে, তীলে তীলে বেড়ে, লভে পূর্ণাঙ্গ জীবন।
মাতৃ জঠরে, চল্লিশ সপ্তাহ, থাকে তার অবস্থান;
মাতৃ রক্ত শুশে নিয়ে, তবেই পূর্ণ মানব স্বত্ত্বা পান।


কান্নায় ঘোষণা দিলে, ধরায় তব আগমনী বার্তা;
নিমিষেই প্রসব ব্যথা ভুলে, হেসে উঠিল মাতা।
শুধু মাতা নয়, পিতা সহ সব আপন জন হাসে;
নয়নের জলে, শুধুই তোমার চোখ দু'টো ভাসে।


তোমার ফোকলা মুখের, একটুখানি মিষ্টি হাসি;
পিতামাতার অন্তর, মহা আনন্দে যায় যে ভাসি।
তোমার একটু ব্যথায়, পিতামাতা করে হায় হায়;
মাথার উপর, তাদের যেন, আকাশ ভেঙে যায়।


তোমার আধো আধো বোল, হৃদয়ে তোলে দোল;
আনন্দে আত্মহারা পিতামাতার, ভরে যায় কোল।
সন্তানের অসুখ-বিসুখ অথবা যেকোন দুঃসংবাদ;
পিতামাতার মুখে বিস্বাদ হয়ে উঠে, পোলাও ভাত।


পরীক্ষার পাস, বা খেলায় একটা ছোট্ট পুরস্কার;
মনে হয় সন্তান বুঝি এবার, জিতে ফিরল অস্কার।
মায়ের চোখের মনি তুমি, পিতার আদোরের ধন;
তোমার সকল শুভবার্তাই, উল্লাসি উঠে মন-প্রাণ।
                       তারিখঃ ২০-১০-২০২২ ইং;