নারী! নহ শুধু প্রিয়সী; একই অঙ্গে তুমি বহুরূপী।
        দেবী তুমি, পুজা করে পাপী তাপী।
           স্বরস্বতি, লক্ষ্মী, কালী, দূর্গা;
নহে পুরুষ, সবাই নারী, কেমনে করিব অবজ্ঞা?
নারীর গর্ভেই জন্ম আমার, সেইতো আমার মাতা;
          তার স্তন পান করে এসেছি হেথা।
       আমার মুখের কথা, সেটাও তারি ভাষা;
কিভাবে ভুলব আমি, মমতাময়ী মায়ের ভালবাসা!


আমার বোন, সেও তো নারী, আমি স্নেহধন্য তার,
         কেমনে ভুলব বোনের, স্মৃতির ভার।
            তুমি আমার স্ত্রী রূপে প্রিয়সী;
    চিরদিনের সাথী, সুখে দুঃখে একসাথে ভাসি।
     তোমার গর্ভে করেছ ধারণ, আমারই সন্তান;
               তুমি করেছ আমায় মহান।
           তোমার কাছেই হলাম, আমি ঋণী;
তোমার ঋণ কোনদিনই, পারবনা শোধিতে জানি।


  তোমারই গর্ভে জন্মেছে, আমারও একটা মেয়ে;
       আমি সুখ সাগরে ভাসছি, তারে পেয়ে।
           সে আমার জীবন, আমার প্রাণ।
তোমারে নাদিলে মান, কেমনে বাঁচাব তার জীবন?
    এ ধরায় নারী-পুরুষ, একে অন্যের পরিপূরক;
         এক ছাড়া ভাবা যায়না, অন্যের সুখ।
      হেথায় নারী পুরুষ সমান, নহে কেহ পাপী;
  নারী! নহে শুধু প্রিয়সী; একই অঙ্গে সে বহুরূপী।
               তারিখঃ ২৪-১১-২০২২ ইং;