তুমি ভাল থেক সুনয়না,
        শেষ হল আজ সব লেনা-দেনা।
অপরাধ মোর, করিও ক্ষমা;
               সবগুলো, জানা আজানা।


একদা ছিলে তুমি মোর,
              মনের রানী, মানস প্রতিমা;
ভুলে যেও, সে সব কথা,
          পুরনো স্মৃতি রাখিও না জমা।
                
হাতে হাত রেখে বলেছিলে,
         এ বন্ধন হবেনা ছিন্ন, মৃত্যু ভিন্ন,
হয়তো ভুলে গেছ সে কথা,
            তাইতো আজ, হলে বিচ্ছিন্ন।


তোমার নেই কোন অপরাধ,
        তোমার আছে, আগামী জীবন।
কেন করবে তুমি, দারিদ্র্য বরণ?
         কভু করিও না, অতিত স্মরণ।


আমার এ পথ আঁধারে ঢাকা,
         লক্ষ্য বিহীন, আমার এ জীবন।
বসন্ত বাতাসে দুলছে তোমার
         হিয়া, নাচছে তোমার সারা মন।


নতুন নতুন সুরে ভরে উঠুক,
                  তোমার ঐ জীবন বীণা।
ফুলে ভরে যাক চলার পথ,
                  তুমি ভাল থেক সুনয়না।
          তারিখঃ ২২-১১-২০২২ ইং;