যে পথ ছিল গোলাপ বিছানো,
               সে পথেই আজ, ছড়ানো কাঁটা;
কাঁটার আঘাতে, ক্ষতবিক্ষত পা,
               তবুও থামেনি মোর, পথ হাঁটা।


যে ছিল এতদিন, জীবনের প্রেরণা,
                 সে আজ, অন্যের ঘরের রানী;
কোথায় মিলিবে, আমার সান্ত্বনা;
            কে দিবে রাঙ্গিয়ে, এ জীবন খানি।


লোকে বলে আমায়, মাতাল,
             ভাবেনা কেউ, কোথা পাব তাল?
জীবন বীণার তার, গেছে যে ছিঁড়ে,
           তাইতো বীণার সুর, আজ বেতাল।


আমার হৃদয় তানপুরাটার তার;
             ছিন্নভিন্ন করে গেছে, এক অসুর;
ছেঁড়া তারে, কেমনে বাজিবে সুর?
        তাইতো জীবন আজ, হয়েছে বেসুর।
              তারিখঃ ১৪-১১-২০২২ ইং;