যেদিন রবনা তোমাদের মাঝে,
             যেওনা ভুলে, রাখিও স্মরণে।
আমিও ছিলেম, তোমাদেরই
                একজন, এই নশ্বর ভুবনে।


হয়ত ছিলেম না, মধ্যমণি,
                 তোমাদের সুখের আসরে;
তবুওতো ছিলেম সেদিন,
                   সবার সাথে, ভীড় করে।


তোমরা যখন, সুমধুর সুরে,
                 গেয়ে গেলে, রাগ রাগিণী;
শ্রোতাদের সারিতে ছিলেম,
         শোননি কি মোর, আনন্দ ধ্বনি?


এ জগতের কোন কাজে,
              হতে পারিনি, আমি বিখ্যাত;
সবার মাঝখানে থেকেও,
           তাইতো, রয়ে গেলাম অখ্যাত।


আমার এ অক্ষমতা, তোমরা
                ক্ষমা করে দিও, নিজগুনে;
এতটুকু দিও মোরে ঠাঁই,
                  তোমাদের হৃদয় আসনে।


যেদিন রবনা তোমাদের মাঝে,
             যেওনা ভুলে, রাখিও স্মরণে;
যাবার বেলায় মিনতি জানাই,
                  তোমাদের, সবার চরণে।
       তারিখঃ ১৫-১১-২০২২ ইং;