রমণী তুমি কত সুন্দর
বলোনা তুমি বলোনা,
কি দিয়ে করি তোমার কদর ?  


তুমি যখন হাসো তখনি সুন্দর
তুমি যখন কাঁদো তখনিও সুন্দর ,
সুন্দর তখনি যখন থাকে তোমার গোমড়া মুখ।


রমণী তুমি অনেক সুন্দর  
হেলে দুলে হাটো ঐ গাঁয়ের পথটি ধরে,  
যখন বাতাস তোমার চুলে এসে
দিয়ে যায় দোলা তখন লাগে সুন্দর কত সুন্দর ।


রমণী তোমার মায়াবী দুই নয়ন লাগে আরো সুন্দর
যখন দূর পথে পড়ে তোমার দৃষ্টি ,
তুমি সুন্দর কত সুন্দর
যখন হেসে যাও প্রাণ খুলে
পুরুষের চোখে দিয়ে যাও মায়ার দৃষ্টি  ।