ঘরে বসেনা মন সই
সাড়া দিন আনমনে থাকি, আসি কাহারে কই?
যাবিনা কি সই, ফুটেছে বসন্তের ফুল দেখে আসি চল,  
চারদিকে আছে মুখরিত হয়ে  
হেলে দুলে আছে গন্ধরাজ মাটি ছুঁয়ে ছুঁই।


সই চলনা যাবো গাঁয়ের মেলাতে,
সাড়া বিকেল ঘুরে বেড়াবো এপথ থেকে ওপথে,  
মাটির পুতুল কিনে দু জন বিয়ে দেবো দুই পুতুলের সাথে।


সই ঘুরে আসি চল নদীর ঘাঁটে দেখবো বসে জলের খেলা,  
এ কিনারা ভেঙ্গে ও কিনারায় কেমনে নিয়ে আসে মাটির ভ্যালা।  
সই দেখবো বিকেলে দল বেঁধে আসা বকের সারি
সাড়া দিন অবিরত থেকে সন্ধ্যায় কেমনে ফিরে বাড়ী ।


সই চলনা শুনে আসি গিয়ে পাশে বসে রাখালির বাঁশির সুর
মায়াবী কন্ঠে ডাকে রাখাল বসন্ত এসেছে বসন্ত,  
কেমনে থাকিস ঘরে বসন্তের এই ভরা দুপুরে ?  
তাড়াতাড়ি চল সই দেরি হলে থেমে যাবে যে রাখালির বাঁশির সুর।


সই চল খুঁজে নেই কোন বসন্ত পথিক যৌবনের এই প্রান্তে,
হাসি খুসি মনে কাটাবো আমরা দিগন্ত জোড়া বসন্তের সাথে,  
ফিরে আসব আবার নতুন হয়ে নতুন বসন্তের সাথে,
চল সই চল মিটিয়ে নেই তৃষ্ণা বসন্ত ভরা যৌবনের এই ঘাঁটে।