নদী চলে নিরবধি
চলে দুঃখের নদী আশার নদী
অবশেষে চলে সুখের নদী,  
নদী চলে নদী চলে নিরবধি ।


এই নদীতে আছে স্রোত আছে ক্রোধ
আছে ধ্বংসের পাষাণ হুংকার !
যখন যাকে পায় ভাসিয়ে নিয়ে যায়
ভেঙ্গে সুখের সংসার ,
নদী চলে নদী চলে নিরবধি ।

নদী চলে নীয়ে অতীতের স্মৃতি
শোনেনা বারণ এমনি তার ধরণ
পূর্ণ থেকে শূন্য পথে শুনায় সুর গীতি,  
নদী চলে নদী চলে নিরবধি ।


নদী চলে পায়না বলে ঠাই
সারা বেলা চলে অবিরাম
কোথায় তার শুরু কোথায় হবে শেষ
খুঁজে পাওয়ার নাই কোন কূল,
নদী চলে নদী চলে নিরবধি ।

নদী মানেনা কোন বংশ পরিচয়
শুধু জানে ভাংতে আর গড়তে নতুন পুরাতনের ঠিকানা ,  
এক দিক করে অথৈ পাথার অন্য কূলে শূন্য বালুচর ।
নদীর নিত্য দিনের বুঝি এটাই খেলাঘর !
নদী চলে নদী চলে নিরবধি।