রুপের আদলে সেজেছে নারী
আসিবে নাগর ঘরে
তৃষ্ণার জ্বালা মিটাবে নাগর
জমাবে রঙ্গমঞ্চের পালা ।


সারা রজনী ধরে চলছে নারীর
মিটানো নাগরের জ্বালা
নানান আয়োজনে সামনে এসে
দেখাই রুপের পালা ।


রুপলীলা নারীর যুগলে এসে
নাগর দ্যাখে স্বপ্ন
প্রেম ভালবাসায় দুজন দুজনার
নেয় সারা রজনী ভরি যত্ন ।


রজনী শেষে ভোর ভোর হয়
নাগর  যাবার পালা
হাতের মুঠোই পাঁচ শত নোটে বলে
এই নে তোর বকশিস
ভালই মিটিয়েছো মোর জ্বালা ।  


মুচকি হাসন হেসে নারী বলে
আসবেন আবার কবে ?
সাথে কিন্তু নিয়ে আসবেন
মজা পাবেন তবে ।


চলেছে নারীর রাতের পর রাত
অঙ্গলীলার খেলা
নিত্য নতুন নাগর আসে
মিটিয়ে যায় ওদের জ্বালা ।


এমনি করে বেহায়াপনা নারীর
আলিঙ্গনে আসে সব বয়সের নাগর
আবার যখন দিনের আলো আসে  
তখন নাগর হয়ে যায় পর ।

দিনের পর দিন চলে যাই
পুড়িয়ে যায় নারীর যৌবন
এখন আর নাগর আসেনা
মিটাতে ওদের জ্বালা ।
     (সংক্ষিপ্ত )