ভাষার জন্য যারা শহীদ হয়েছেন
তাঁরা কথা বলে,
প্রতিজন বাঙালী তার প্রমান।


ওরা কথা বলে
বাঙ্গালীর হৃদয় জুড়ে
বাংলার প্রান্তর থেকে প্রান্তরে ।


ওরা কথা বলে
নবজাতক শিশুর সাথে
যে শিশুর জন্ম হয়েছে
বাংলা মায়ের কোলে।


ওরা কথা বলবে
যতদিন থাকবে বাংলা
যতদিন বাংলা ময়ের কোলে থাকবে
বাঙালীর ইতিহাস ততদিন।

ওরা চুপি চুপি এসে কথা বলে
কোন দেশ প্রেমিকের সাথে
কলমের কালিতে মুখের বুলিতে
কবিতার খাতায় গল্পের পাতায়
লিখে নিয়ে যায় বাংলা ভাষার রুপ কাহিনী ।


ওরা কথা বলে
কোকিলের কন্ঠে রাখাল বাঁশির সুরে সুরে
সবুজ শ্যামল মাঠে কৃষকের হাসিতে
বাউলের একতারায় আর
পালতোলা মাঝির গানের সুরে।


ওরা হেসে খেলে প্রকৃতির সাথে
চৈত্রের ভরা রৌদ্র দুপুরে
শরতের সোনালী ফসলে
দোল খাওয়া দক্ষিণা বাতাসের সাথে ।


ওরা শহীদ হয়েছে মারাতো যায়নি!
এখনো ওদের সুর বাজে বাঙালির হৃদয় জুড়ে
শিল্পীর গানের সুরে কবির কবিতার খাতায়
দেশ প্রেমিকের বুলি হয়ে।


ওরা ইতিহাসের অমর সন্তান
কথা বলতে শিখেছে কেড়েনিতে নয়!
ওরা কথা বলে , কথা বলবে !!


যতদিন থাকবে বাংলার ইতিহাস
ততদিন ওরা কথা বলবে
বাঙালীর সর্ব স্তরের কন্ঠ ধ্বনি হয়ে
বাংলার যুগে যুগে শত শত বছর ঘুরে।