এই দেশেতে জন্ম আমার
এই দেশেতে গড়া ,
এই দেশেতে ভেড়ে ওঠা
সোনালী জীবন ধারা।


এই দেশেতে মায়ের হাসি
এই দেশেতে  তাঁরা ,  
এই দেশেতে জীবন কাটায়
মাঠের কৃষক পাড়া।


এই দেশেতে জ্ঞানী গুনী
এই দেশেতে তাঁরা
এই দেশেতে ভাষা সৈনিক
বাংলা ভাষায় যারা।  


এই দেশেতে সোনার ফসল
এই দেশেতে চাষা
এই দেশেতে  গাঁয়ের বধূর
মনে অনেক আশা।


এই দেশেতে শ্যামল শ্যামা
এই দেশেতে কোকিল
এই দেশেতে  রাখাল বালক
বাঁশির সুরে ব্যাকুল ।


এই দেশেতে ফুলের সুভাষ
এই দেশেতে  হাসি
এই দেশেতে  মায়ের কথায়
শিশুর মুখে হাসি।


এই দেশেতে মনের কথা
এই দেশেতে প্রেম
এই দেশেতে হৃদয় জুরাই  
ধন্য আমার প্রাণ।