“বরণ থেকে বিদায়”
  -মোঃ মাহাবুল্লাহ হাসান-
    
বিদ্যার্থীর বিদায়  এক বিধুর কোণে,
ছল- ছলে চোখের  জল বিদায় মহলে।


বিদায়! তুমি মোর স্বপ্ন ভাঙ্গা একখানা চিঠি নিয়ে।
অনক্ত নেহ, যেন এক সৌন্দর্য্যময় দিনকে ঘিরে।


বিদ্যার দ্বারে হয়েছি মোরা এক সহপাঠে।
বিদ্যার্থীর বিদায় নইতো এক  আনন্দ মেলা।
বিদ্যা জীবনের মূলে, বিদ্যা জীবনের খেলা।


মাতা- পিতা গড়িছে জীবন সদা,
মানুষ গড়ার ক্রোড়ে শিক্ষকেরা।


একদিন পুষ্প খন্ড নিয়ে হয়েছিল বরণ মেলা।
অমান্য সেই দিন গুলো ফেলে হয়েছে বিদায় বেলা।


  শিক্ষাজীবন  হলোঃ-
                  একদিন বরণ বেলা,
               আর একদিন বিদায় মেলা।  
শত দিনের বাঁধনে বাঁধা সেই শিক্ষাঙ্গন।
কত স্বপ্ন বাঁধা দিনগুলো থাকিবে মনের ক্ষন।


বৃক্ষ যে তার ফুল থেকে ফলে সবর্ত্র দান।
শিক্ষকেরা শিক্ষাদ্বানে মনুষত্ব সবর্ত্র মহান।


কৈশর যেন এক তারুন্য খেলা,
শিক্ষকেরা দিয়েছে সঠিক দিকগুলা।


স্নেহ-মমতায় পাঁচটি বছর ঘেরা,
নিদারুণ আজ ডাকিতেছে বিদায় ফেরা।


বিদায় তুমি এক উজ্জ্বল ছল-ছলে চোখের জল,
ভাসিয়া- ডাকিয়া তোমায় স্বপ্নেগাঁথা এক জীবনকাল।