ভেজা প্রকৃতির বেশে"
--মোঃ মাহাবুল্লাহ হাসান--


মেঘা-রুদ্র আকাশের তরে এক বনে,
আমি নিস্তব্ধ চিরন করে।
যেন উদাসী মনে,শান্তির বাতাস যেন  মনের এক অঙ্গনে।
যেন গোধুলীর এক নিঃশেষ ছায়ায় অন্তরঙ্গ মোর স্বপ্ন ভেসে যায়।
বিলোপ হয়ে আমি এক নিস্তব্ধ সবুজালয়।
যেন আমি চিহ্নটুকু রেখে যেতে চাই।
যেন নির্ঘুম মৃদু এক বাতাসে দ্বিপ্রহর ছায়া তলে,
স্তব্ধ এক উচু পাহাড় ডাকিতেছে কালো মেঘ বলে।
দ্বিপ্রহর বাতাসের সুতোই ভেজা বৃষ্টির জলে,
কালো মেঘের সন্নিবেশ মোর চিহ্নটুকু রেখে।
হব নিস্তব্ধ এক সবুজ প্রকৃতি বেশে