বাংলার বসন্ত এলো


মোঃ মামুন মোল্যা


ভাবনা হীন ভাবে হেঁটে চলেছি,


রাখিনি বসন্তের সন্ধান;


পড়ন্ত বিকালে পিক নিজ স্বাধীনতায়,


হরিত অরণ্যে এক কৃষ্ণচূড়ার মগডালে বসে, গেয়ে যায় গান,


নিস্তব্ধ মর্ম কপাট, কোয়েলের কুহুতানে জাগ্রত।


প্রভাতে উঠিয়া মাঘের সবুজ মাঠে দর্শনে,


যেন হলুদ বর্ণের শাড়ি জড়িয়ে শস্য বৃক্ষ রয়েছে দাড়িয়ে।


যে দেখি তার পাশে,


সে কুহেলি উত্তরী পরেছে মোরে দেখে;


অনুৎসুক ভাবে চলেছি হেঁটে ,


উত্তরের সমীরণ কানে কানে যায় বলে,


মাঘের রেখা ধরে এসেছে ফাল্গুন ধরায়।


রিক্ত মনে শুনতে পেলাম ,অলখ গুনগুন শব্দ,


দেখি মৌমাছি ও প্রজাপতির ছড়াছড়ি;


আমের মুকুল ও জামরুল পুষ্পের মধু নিতে উন্মত্ত।


উদাসীন চিত্তকে শান্ত করে দেখি মধু নিয়ে ক্ষান্ত নয়,


পুষ্পের সাথে পুষ্পের সংকলন ঘটিয়ে অনন্দে দিশাহারা।


দর্শনে অবাক!


এই অপরূপ লাবণ্যময় দেশ কি আমার জন্মভূমি?


হৃদয় নয়ন উঠেছে জেগে ,


এই বাংলার সৌন্দর্যের কি আছে কূল ?


মেঠো পথে হেঁটে হেঁটে দেখা মেলে,


শস্য-শ্যামল মাঠে মাঠে বিচিত্র ঘাসে ছড়াছড়ি;


বাংলায় আছে বসুন্ধরার সবচেয়ে সুন্দর সমারোহ,


যার নেই কোন কূল নীরব থেকে করেছি ভুল।