পরিবর্তন


মো ঃ মামুন মোল্যা


কিছু কিছু মানুষ বলে,ভালবাসা নাকি রং বদলায়!


সত্যি কি তাই?


ভালবাসার কি কোন রং আছে?


ভালবাসা কোনদিন কোন রং ধরতে জানে?


রূপ আছে মানুষ কিংবা বহুরূপী মানুষের!


তারা প্রীতি কে ঢাল বানিয়ে,
সুখী থেকে মহা সুখী হতে চাই!


একটু আবদার পূরণে ব্যর্থ হলে
নিজে কে নয়া ভাবে ভাবতে দিশাহারা!


ওরা থাকে শুধু ফয়দার সন্ধানে
সুযোগ পেলেই রূপ বদলায়।


জানি পাঠক বলবে,সর্বণ্য মোস্তফার কথা,
লাবণ্য প্রভার কথা, গুলতেকিন এর কথা ।


সত্যি বলতে! ওরা কেহ ব্যক্তি কে ভালবাসেনি।
ভালবেসেছিল ব্যক্তির কর্ম এবং ফল কে।


তাই তো তারা আশার প্রাপ্তি না পাওয়ায়,
হতাশার সাগরে হাবুডুবু খায়,
কিংবা ছেড়ে যায় দূর থেকে বহুদূরে,
অজানা এক ভিন্ন সুখের কাননের সন্ধানে।