শুভ যাত্রা


মোঃ মামুন মোল্যা


বিশ্ব বাজার কত অপূর্ব কত প্রশস্ত গড়া,
প্রতি ব্যোম নিচ ভূমি সাজে-সাজে রয়েছে পড়া।
দিবসে বিশাল দ্যুলোক সবিতা প্রভা ছড়ায়,
নিশি রজনীকান্ত,তারা মিলে প্রদীপ বিলায়।
বিহঙ্গ গান গেয়ে যায়,বাগিচায় বাগিচায়,
রঙ্গন গুলো সৌরভ ছড়ায় বসন্ত ধারায়।
ভুবনে কত-শত পাথার-সরিৎ বেয়ে চলেছে,
জোয়ার-ভাটা সন্ধি ক্ষণে তাহারা মেতে উঠেছে।
পৃথিবী সবের মালিক,যে রহিম,রহমান,
তিনার প্রবল ভালোবাসার করি উচ্চ-সম্মান।
আল্লা মালিক তিনি জগত জনের দয়াময়,
তিনার বাসনা,মানুষ ভবে বানিয়ে পাঠায়।
আল্লাহর খেলা সেরা-খেলা খেলে আপন মনে,
সেরা জীব জন তৈরি করে ধর্ম দেছেন টেনে।
মনিবের খেলা সেরা খেলা,দেখো মানুষ জন ,
সব ধর্মের সেরা,ইসলাম রবের বচন।
সারা বিশ্বের মালিক যিনি,রাব্বিল আলামিন,
স্রষ্টার শুভ পথে রেখেছে মোরে বলি আমিন।
বিশাল ধারার মনিব খোদা তোমাকে জানায়,
দুই কূলে তোমার রহমাতে বাঁচাও আমায়।