আর্তনাদ
মো মামুন মোল্লা


নদীর বানে বাংলার ঘরে ধেয়ে আসে জল,


বসত বাড়ি ভেসে যায় ঠেকাবার নেই বল।


কত মানুষ গলা পানিতে করছে কত চিৎকার,  


ভাসিয়ে নিচ্ছে কত জনকে জীবন বাঁচাও আমার।


বাঁধা কত গরু ছাগল মরছে জলে ডুবে,


ছুটছে যারা সাঁতার ধরে কুল যে তারা পাবে!


উড়ন্ত পাখি ছুটছে তারা নীড় বাচ্চা ছেড়ে,


নিজের জীবন বাঁচাতে তারা ভিন্ন অঞ্চলে ভেড়ে।


ওদের দুঃখে বাংলার ঘরে  বাজে বেদনার সুর,


বিপদ কালে সাহায্য করি দুঃখ হবে দূর।