হৃদয়ের সন্ধানে


মো মামুন মোল্লা


আপন ভেবে, তার দিকে হাত দিছি বাড়িয়ে,
মুচকি হাসি হেসে গেলো চোখের আড়ালে,
খুঁজি তাঁকে জ্যোৎস্না রাতে, চাঁদে যদি পায়,
কামিনী ফুলের মালা পরাবো গলায়।  


শ্রাবণের মেঘগুলো ছুটে চলেছে দূর অজানায় ,
দাঁড়িয়ে আছি দীর্ঘ অপেক্ষায়, তার মাঝে আছে কি লুকায়?
তার খোঁজে ধীরে ধীরে আঁধার এলো নেমে,
রাতের ঘুম নিছে কেড়ে সে যে মুচকি হাসিতে।


সে যে ভিন্ন কাননের মধু ঝরানো ফুল,
ধরেছে তার গাছে একটি প্রেমের ফল
সে যে ছলনাময়ী নারী চোখে মুখে ভাসেনি,
তাইতো! তার হৃদয়ের কুল কিনারা পায়নি।