সাংবাদিক
মো ঃ মামুন মোল্যা
লেখা ১-৫-২২
বসন্তের হাওয়া ডেকে যায় আয় আয়,
মোর ছায়া তলে;
ঝুঁকি নেই!নেই কোন কালে;
সংসার কাল চলিবে তোদের ভোগ
বিলাসে,
না,না,না,! না রে ভাই!
বিবেক আমায় শত যে তাড়ায়;
দেশ ও দশের পাশে দাঁড়ায় ;
হ্যাঁ, আমি বসন্ত বলছি!
সত্যি তোরা দেশপ্রেমিক জনদরদী,
তোরা জ্ঞানী শত গুণে গুণী ভীষণ নির্ভীক;
সত্যের পথে কলম চালাও
মিথ্যার হিমালয় বিনাশ করতে এই
অভিযান;
সামনে শত বাধা,কাঁটায় ছেড়ে অঙ্গ
প্রত্যঙ্গ
এমন কি;
জীবন দিবে তবু শির নোয়াবার পাত্র নও।