আজও কাঁদে মা


মো ঃ মামুন মোল্যা


সঙ্গীবিহীন সাদা শাড়ি,অঙ্গে জড়ানো চালতা বিবি যে,
এক সন্তান যুদ্ধে পাঠিয়ে,পথের দিকে রয়েছে চেয়ে;
কখন আসবে বাবা আরাধনা,স্বাধীনতা অঙ্গে জড়িয়ে?
এক দিন নয়,দুই দিন নয়,মাসের পর মাস বয়ে চলেছে,
রহিম,করিম,দিপু,কালী পদ দাশ “কত সন্তান ফিরে এসেছে;
সারা বঙ্গে যুদ্ধ চলছে কি হতে কি হয়?
ঘুম হারা চালতা বিবি,প্রতিমুহূর্ত নয়ন জলে বক্ষ
ভাষায়।
পূর্ব বঙ্গের আকাশ বাতাস,কালো মেঘের বজ্রপাতের
আনাগোনা,
হঠাৎ বাতাসে ধ্বনিত হল,জয় বাংলা বাংলার জয় আর ভেবনা।
হর্ষ বেদনায় নয়নের জল ঝরে,সন্তান আসবে বঙ্গ বিজয় বীর বেশে;
ডিসেম্বর গেল মার্চ ও গেল খোকা এলো না আজও মোর পাশে,
তাই দুঃখী মা আজ ও মানিক হারানো বেদনায় নয়ন জলে ভাসে।