নবগঙ্গা নদী


মো ঃ মামুন মোল্যা


আবুল দেখে নব-গঙ্গা নদী ধেয়ে চলছে ওই,
জোয়ার ভাটায় ডিঙি নৌকা বেয়ে চলছে
সেই।


শরতে কাশফুল দোলাই মাথা গগনে মেঘ
ভাসে
পাতি হাঁসেরা স্রোতে উজায় হাঁস পাখিরা
হাসে।


শীতে পাখি ঝাঁকে ঝাঁকে নদীর বাঁকে
আয়,
আতপ পোহায় ডাকা-ডাকি তাড়ায় আসে
যায়।


জোয়ান মিয়া নায়ের মাঝি নানা মানুষ
আয়,
ওই পারে পাখপাখালি দেশ-বিদেশি যায়।


লেখা ৫-৪- ২১