অতিথি পাখির আগমনে


মো ঃ মামুন মোল্যা


উত্তরের হাওয়া,বয়েছে ঝিরঝির,ঠোঁটে মুখে ধরেছে টান,
চুপিচুপি এসে মিটিমিটি হাসে এসেছে
বাংলায়।


বাংলার আকাশে উড়ছে ঝাঁকে ঝাঁকে অতিথি
পাখির দল,
দেখা চোখে অতি অপরূপ মনোহর,
কত প্রজাতির শত শত অতিথি পাখি এসে পড়িল কাননে ।
কত নাম নিশাচর হেরন,ডুবুরি,বুনো হাঁস,
ছোট সারস,খয়রা কাস্তেচরা, কুলি পাখি;


কেহ সাদা,কেহ কালা,কেহ সাদা কালা,
আবার কেহ কালা-সাদা ঘিয়ে, কেহ সাদা-কালা-বাদামী,
কেহ ধূসর নীল রঙের যেন মনে হয় বাহারি রঙের অরণ্য;


মানুষের নেত্র জুড়ায় চিত্ত ভুলায় বিচিত্র কলরবে মুখরিত।
নদীর চরে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আগমনে,
যান্ত্রিক নগর ছেড়ে ছুটে আসে লক্ষ লক্ষ মানুষ দর্শনে।
লেখা ৪-১২-২২