একাত্তর


মো মামুন মোল্যা


মার্চের একুশ তারিখ
মধ্য রাতে অক্ত,


অভ্র ডাকে,বৃষ্টি কোথায়?


বুলেটের নাদ শহীদের রক্ত।


তেইশ বছরের সূর্যের তাপে ,
কোমল অঙ্গ জ্বলছে,


রক্তের দাগ যায় না চাপে
শিক্ষা নিবে মোদের কাছে৷


চিনতে কি সোনার ছেলে,
শহীদ হয়েছে কারা?


একাত্তরে প্রাণ বিলি
বাংলা মুক্তি করল যারা।