সময় যে শেষ


মো ঃ মামুন মোল্যা


তোমার প্রেমে অন্ধ হয়েছি, সে তো আজ
নয়;
সে তো বহুদিন আগের কথা,
তবে,আজ কেন এলে?


তোমাকে নিয়ে মোর হৃদয়, যে ঘর বেঁধেছিল,
সে তো সেই কালেই কালবৈশাখী ঝড়ে
লন্ডভন্ড করে দিছে ;
বাকি যা ছিল কিছুটা উইপোকা দখলে
নিছে,
আর যা আছে তা দিয়ে কি করবে তুমি?


ঝরা ফুলের মালা হয়ে গলায় ঝুলতে চাও?


বিদীর্ণ হৃদয়ের আয়না জোড়া লাগাতে
তোমার এই ছুটাছুটি?


কিন্তু সাবধান!
তোমার কোমল হৃদয়ে আঘাত লাগতে পারে;
ঝরতে পারে সোনার অঙ্গ থেকে মহা দামি রক্ত,
নিস্তেজও হতে পারো তুমি ;
তবু কি জোড়া নিবে ভাঙা হৃদয়ের আয়না ?
না! কারণ সময় যে শেষ।


লেখা ২৪-৫-২০২২