সীমাহীন প্রীতি


মো ঃ মামুন মোল্যা


মহল্লার আড্ডা কিংবা পার্কে বলে;
কি বলে? জেনে কি হবে? জানতে,ইচ্ছা ও করে না !


এই যে দেখো;
বসন্তে ভরা দাও দাও আগুন ;
তুমি একটু প্রীতির জলে ডুবিয়ে দাও !


মিলন হোক ! হোক না মহা মিলন;
উর্বর হোক ভূমি, আরো হোক বর্ষণে!
সত্যি!
দু’টি চিত্তের পবিত্র প্রীতি মহা প্রশান্তির !
যেন অপার প্রীতি সৌন্দার্যের পানে ছুটে চলে।


লেখা ২৪-৩-২৩